chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

আয়বর্ধক প্রকল্প দ্রুত বাস্তবায়নের তাগিদ মেয়র রেজাউলের

নিজস্ব প্রতিবেদক: অব্যবহৃত জায়গায় আয়বর্ধক প্রকল্প দ্রুত বাস্তবায়নে তাগিদ দেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকালে চসিক ভবনে মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর সাথে বাংলাদেশ মিউনিসিপ্যাল ডেভেলপমেন্ট ফান্ড (বিএমডিএফ)‘র নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক আবুল মনসুর ফয়জুল্লাহ সাক্ষাত করেন। সাক্ষাতকালে এসব কথা বলেন তিনি।

বিশ্বব্যাংকের প্রণোদনায় ও বিএমডিএফ’র সার্বিক ব্যবস্থাপনায় নগরীতে সদ্যনির্মিত দক্ষিণ আগ্রাবাদ মাল্টিষ্টোরেট কমার্শিয়াল কমপ্লেক্স ও ফইল্যাতলী মাল্টি ষ্টোরেট কিচেন মার্কেটের সম্পাদিত কাজের বিষয়ে মেয়রকে অবহিত করেন। এসময় মেয়রও কাজের গুণগত মান সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন এবং আগামীতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে আরো উন্নয়ন প্রকল্প বরাদ্দ দেয়ার জন্য বিএমডিএফ’র এমডিকে অনুরোধ জানান।

এসময় চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শহীদুল আলম, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, উপ-প্রকল্প পরিচালক নির্বাহী প্রকৌশলী বিপ্লব দাশ, নির্বাহী প্রকৌশলী মো. জসিম উদ্দীন, বিএমডিএফ’র কোম্পানী সচিব নাসির উদ্দিন আহমেদ চৌধুরী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ইনি/চখ/এনএনআর

এই বিভাগের আরও খবর