chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ভাসানচর থেকে পালানোর সময় ৫ দালালসহ ৬ রোহিঙ্গা আটক

নিজস্ব প্রতিবেদক: ভাসানচর থেকে পালানোর সময় ৬ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। এসময় তাদেরকে পালাতে সহায়তাকারী ৫ দালালকেও আটক করে এপিবিএন সিভিল টিম।

গতকাল বুধবার রাত ৯টা থেকে রাত দেড়টা পর্যন্ত ভাসানচরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটক হওয়া রোহিঙ্গারা হলো, ৭৫ নং ক্লাস্টারের আব্দুর রহমানের ছেলে সিদ্দিক (৬২), তার স্ত্রী সমুদা খাতুন (২০), ছেলে সফিউদ্দিন (২মাস), ২৫ নং ক্লাস্টারের মো. ইউনুস এর ছেলে আজিমুল্লাহ (১৮), তার স্ত্রী আল মারজান (১৭) ও ছেলে ওমর ফারুক (২ মাস)।

তাদের পালাতে সহায়তাকারী আটক দালালরা হলো, ২৮ নং ক্লাস্টারের ওমর হাকিমের ছেলে জাহিদ হাসান (৩০), ২৪ নং ক্লাস্টারের আলী আহমদের ছেলে মোহাম্মদ তৈয়ব (২৮), একই ক্লাস্টারের মোহাম্মদরের ছেলে সেলিম (১৯), আজিমুল্লাহ উল্যার ছেলে ইসমাইল (২২), ৮ নং ক্লাস্টারের আবু তালেবের ছেলে শফি আলম (৩০)।

এসব তথ্য নিশ্চিত করেছেন নোয়াখালী পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম। তিনি বলেন, গোপন সূত্রে খবর পেয়ে ভাসানচরের বিভিন্ন এলাকায় রাতভর অভিযান চালিয়ে ৬ রোহিঙ্গা ও ৫ দালালসহ মোট ১১ জনকে আটক করে এপিবিএন টিম। আজ বৃহস্পতিবার সকালে তাদেরকে ভাসানচর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়। আটককৃতদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরএস/এনএনআর

এই বিভাগের আরও খবর