chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চবি সোহরওয়ার্দী হলের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

নিজস্ব প্রতিবেদক: মুজিববর্ষ উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সোহরওয়ার্দী হলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) চবি উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।

বৃক্ষ রোপনের প্রতি গুরুত্বারোপ করে উপাচার্য বলেন, বৃক্ষরাজি পরিবেশের ভারসাম্য রক্ষা তথা প্রাণীকূলের বেঁচে থাকার অপরিহার্য উপাদান। বৃক্ষ পরিবেশ সুরক্ষার পাশাপাশি মানবকূলের জীবন ধারণের জন্য অপরিসীম ভূমিকা রাখে।

তিনি আরও বলেন, বৃক্ষ রোপনের সাথে এর নিয়মিত পরিচর্যা অব্যাহত রাখতে হবে, নির্বিচারে বৃক্ষনিধন বন্ধ এবং নিয়মিত বৃক্ষ রোপনকে সামাজিক আন্দোলনে পরিণত করার ব্যাপারে সকলকে কার্যকর ভূমিকা রাখতে হবে।

কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট প্রফেসর ড. আনোয়ার সাঈদ, শাহজালাল হলের প্রভোস্ট ড. মোহাম্মদ অহিদুল আলম, সোহরাওয়ার্দী হলের সিনিয়র আবাসিক শিক্ষক ড. নুর হোসাইনসহ আবাসিক শিক্ষক ও হলের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।।

ইনি/চখ/এনএনআর

এই বিভাগের আরও খবর