chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

কাপ্তাই লেকে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির নানিয়ারচরে কাপ্তাই লেকে গোসল করতে নেমে পানিতে ডুবে মোছাম্মাৎ সুরমি (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ফরেস্ট অফিস সংলগ্ন নিচবাজার এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতের মামা মো. সেলিম জানান, সুমি ও সুরমি ঢাকা থেকে বেড়াতে আসেন। আজ সকালে চেঙ্গি নদীতে গোসল করতে নেমে পানিতে ডুব দেয়। পরে তার সঙ্গীরা তাকে খুঁজে না পেলে আমাদের জানায়। অনেক খোঁজাখুঁজির পর কচুরিপানার নিচে তাকে পাওয়া যায়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল ওহাব হাওলাদার।

তিনি জানান, বর্তমানে ঘন বর্ষায় লেকের পানি বাড়ছে। বাচ্চাদের প্রতি পরিবারের কঠোর সচেতন হতে হবে। পাশাপাশি বিষয়টি নিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

এসএএস/নচ

এই বিভাগের আরও খবর
Loading...