chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

আটকের ২৪ ঘণ্টায়ও আদালতে হাজির না করায় ওসিকে ব্যাখ্যার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: আটকের ২৪ ঘণ্টা পরও আসামিদের আদালতে হাজির না করায় চাঁন্দগাও থানার ওসির লিখিত ব্যাখ্যা চেয়েছেন আদালত। একই সঙ্গে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে করা মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ করেছেন আদালত।

বুধবার (১৮ আগস্ট) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শফী উদ্দীনের আদালত এ আদেশ দেন।

চাঁন্দগাও থানার (ভারপ্রাপ্ত কর্মকর্তা) ওসি মো. মোস্তাফিজুর রহমান ও মামলার তদন্ত কর্মকর্তা হলেন উপপরিদর্শক ইমাম হোসেন।

আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট জিয়া হাবীব আহসান জানান, চাঁন্দগাও থানা সিএনজি অটোরিকশার ছয় সদস্যকে গ্রেফতার করেছে। তবে কোনো মালিক এখন পর্যন্ত সিএনজি অটোরিকশার মালিকানা দাবি করেননি।

‘এ ছাড়া আসামিদের তিনদিন পরও আদালতে উপস্থাপন না করায় আদালত পর্যবেক্ষণে আনেন। এর পরিপ্রেক্ষিতে আদালত আদেশ দিয়েছেন।’

এর আগে এক সংবাদ সম্মলনে পুলিশের পক্ষ থেকে ছয় সিএনজি অটোরিকশার চোর চক্রের গ্রেফতারের কথা জানানো হয়।

এরা হলেন- মো. রায়হান (৩০), মো. হানিফ (৩০), মো. আবু তাহের (৩৫), মো. মনির হোসেন (৪৮), মো. রুবেল মিয়া (২৭) ও মো. নিজাম উদ্দিন ওরফে মিজান (৩৯)।

আসামিরা পরস্পরের যোগসাজশে দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গা থেকে সিএনজি অটোরিকশা চুরি করে গাড়ির ইঞ্জিন চেসিস নম্বর ও রং পরিবর্তনসহ জাল কাগজপত্র তৈরি ও বিক্রি করে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

আরকে/এমআই

এই বিভাগের আরও খবর