chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

‘সঙ্কটকালেও বিএনপির কাজ হচ্ছে জনগণের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করা’

ডেস্ক নিউজ: করোনা সঙ্কটকালেও বিএনপি অপপ্রচার করে জনগণের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

আজ বুধবার রাজধানীর গুলিস্তানে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ‘প্রাকৃতিক দুর্যোগ প্রশমনে বঙ্গবন্ধুর দর্শন ও বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির ঢাকা মহানগরের নবগঠিত কমিটির নেতারা তাদের শক্তির জানান দিতে চন্দ্রিমা উদ্যানে গিয়েছিলেন। তারা করোনাকালে চরমভাবে স্বাস্থ্যবিধি উপেক্ষা করেছেন। পরিকল্পিতভাবে তাণ্ডব আর বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করেছে।

‘পুলিশের ওপরে বিনা উস্কানিতে হামলা করেছে। পরিকল্পনা সচিবের গাড়িসহ বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে। তাদের উদ্দেশ্যই ছিল শীর্ষ নেতৃত্বকে খুশি করা। এটাই বিএনপির রাজনীতি।’

তিনি বলেন, বিএনপি জনগণের পাশে না দাঁড়িয়ে শুধু সরকারের অন্ধ সমালোচনায় ব্যস্ত। করোনা সঙ্কটকালেও তাদের কাজ হচ্ছে অপপ্রচার করে জনগণের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করা। করোনাভাইরাস নিয়ে বিভ্রান্তি, ভ্যাকসিন নিয়ে বিভ্রান্তি। সব কিছুতেই তারা রাজনৈতিক ইস্যু খুঁজে বেড়ানোর চেষ্টা করে।

‘ইস্যু খুঁজে পেতে যখন যা প্রয়োজন তাই করে তারা। অন্যদের গড়ে তোলা সামাজিক আন্দোলন, উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর তাণ্ডব, সবকিছুর ওপর তারা ভর করে রাজনৈতিক ফায়দা লুটতে চায়। তারা নিজেরাই নিজেদের নেতিবাচক রাজনীতির জন্য জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে।’

‘সরকারের পায়ের তলায় মাটি নেই’ বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘সরকার নয়, প্রকৃতপক্ষে বিএনপির পায়ের তলার মাটি সরে যাচ্ছে।’

‘সর্বশেষ নির্বাচনগুলোতে বিএনপির ভরাডুবি, আন্দোলনের ব্যর্থতা প্রমাণ করে জনগণের কাছে বিএনপির গ্রহণযোগ্যতা নেই। ফলে বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করে ঘোলাপানিতে মাছ শিকারের ষড়যন্ত্রে লিপ্ত তারা।’

এমআই/চখ

এই বিভাগের আরও খবর