chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

নিপীড়িত মানুষদের রক্ষায় ভূমিকা রাখছে মানবাধিকার সংগঠন: নাছির

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, সমাজের নিপীড়িত, শোষিত, বঞ্চিত মানুষেরা অসচেতনতা ও নানামুখী প্রতিবন্ধকতার কারণে আইনের দ্বারস্থ হয়েও প্রকৃত বিচার পায় না।

‘প্রায়সময় আমরা খবর শুনে থাকি, গৃহ পরিচারিকারা বাড়ির কর্তা-কত্রীদের হাতে নানাভাবে নির্যাতিত হচ্ছে। আবার কখনো শোনা যায়, একশ্রেণির অসাধু চক্র গ্রামের সহজ সরল নিম্নবিত্ত পরিবারের মেয়েদেরকে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে শহরে এনে জোর করে অনৈতিক কাজে লিপ্ত করছে।’

তিনি বলেন, সাম্প্রতিক সময়ে কিছু কিছু মানবাধিকার সংগঠন এসব নিপীড়িত মানুষগুলোকে রক্ষায় কার্যকর ভূমিকা পালন করছে। তারা আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নিয়ে এসব নিপীড়িত, বঞ্চিত মানুষের পাশে দাঁড়াচ্ছে।

‘তাদেরকে সুস্থ, সুন্দর জীবনের ঠিকানা খুঁজে দিচ্ছে। সময়ের আবেদনে মানবাধিকার সংগঠন নিপীড়িত, বঞ্চিত মানুষের কণ্ঠস্বর হিসেবে কাজ করছে।’

আজ বুধবার (১৮ আগস্ট) দুপুরে নগরীর বায়েজিদ বোস্তামি মাজার সংলগ্ন ব্লু লাউঞ্জ হলে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটি ও বায়েজিদ বোস্তামী থানা কমিটির পরিচিতি সভা ও শোকাবহ আগস্টের তাৎপর্য শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আ জ ম নাছির এসব কথা বলেন।

চট্টগ্রাম ডিভিশন আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশনের সভাপতি ও বায়েজিদ থানা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল নবী লেদুর সভাপতিত্বে ও আসক বায়েজিদ থানা কমিটির উপদেষ্টা মো. তানভীর হোসেনের পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ ওয়ার্ড কাউন্সিলর শাহেদ ইকবাল বাবু, জালালাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মাসুদ আলম, বায়েজিদ ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি রফিকুল ইসলাম, আসক চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারন সম্পাদক রাশেদুল ইসলাম, সহ-সভাপতি আবদুল কাদের, সাংগঠনিক সম্পাদক নুরুল আবছার রনি, শাহজাহান মিয়া,,আনোয়ার,,ইমরানুর রহমান অপি, সাহেদুল আলম শিবলু, জাহাঙ্গীর আলম, সালাউদ্দীন, আবছার, লুৎফর রহমান জুয়েল, ইকবাল, মফিজ, হাবীব, ইউসুফ, বাপ্পী চৌধুরী, কামাল, বাবলু, আইন সহায়তা কেন্দ্র,বায়েজীদ থানা কমিটির সভাপতি নীলা খান, সাধারন সম্পাদক রেখা চৌধুরী, মুক্তি ফাউন্ডেশনের চেয়ারম্যান মুক্তি শেখ, বিভাগীয় কমিটির লীগ্যাল এডভাইজার তারান্নুম চৌধুরী, তসলিমা আক্তার প্রমুখ।

আরএস/এমআই

এই বিভাগের আরও খবর