chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

হাটহাজারীতে পুকুরে পড়ে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: হাটহাজারীতে পুকুরে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে পৌরসভার সন্দ্বীপ পাড়া এলাকা থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়।

নিহত শিশুর নাম মানিক (৭)। সে পৌরসভার মো. নুরুল আবছারের ছেলে এবং সন্দ্বীপপাড়া প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।

এ তথ্য নিশ্চিত করেছেন হাটহাজারী থানার উপপরিদর্শক (এসআই) আকরাম হোসেন।

তিনি বলেন, গতকাল মঙ্গলবার বিকেলে শিশুটি নিখোঁজ হয়। তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হয়। পরে আজ বুধবার সকালে বাড়ির সামনে পুকুরে ওই শিশুর লাশ ভাসতে দেখা যায়।

পরে স্থানীয়দের সহায়তায় শিশু মানিকের লাশ উদ্ধার করা হয় বলেও জানান এসআই আকরাম হোসেন।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর
Loading...