chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চবিতে করোনা প্রতিরোধক বুথ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: সামাজিক সংগঠন ‘ওয়ান বাংলাদেশ’ ও ‘এসো মানুষের জন্য কিছু করি’ এর উদ্যোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) করোনা প্রতিরোধক বুথ বসানো হয়েছে।   

বুধবার (১৮ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের স্মরণ চত্বরে বুথের উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর বেনু কুমার দে।

এসময় চবি ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. রাশেদ মোস্তফা, ওয়ান বাংলাদেশ চট্টগ্রামের সভাপতি ও চবি জামাল নজরুল ইসলাম গণিত ও ভৌত বিজ্ঞান গবেষণা কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. অঞ্জন কুমার চৌধুরী,  ‘এসো মানুষের জন্য কিছু করি’  সংগঠনের উদ্যোক্তা চবি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক রেজাউল করিম উপস্থিত ছিলেন।

এসময় উপ-উপাচার্য বলেন, করোনা মহামারীতে বিশ্ব আজ বিপর্যস্ত। জাতির এ ক্রান্তিকালে করোনাভাইরাস থেকে সাধারণ জনগণকে সুরক্ষিত রাখতে এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।

এসএএস/ এনএনআর

এই বিভাগের আরও খবর
Loading...