chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সাতকানিয়ায় ঋণের চেক বিতরণ

নিজস্ব প্রতিবেদক: সাতকানিয়ায় ২৯জন পল্লী উদ্যোক্তার মাঝে ৩৭ লাখ ৫০ হাজার টাকা ঋণের চেক বিতরণ করেছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)। এসময় উপস্থিত ছিলেন সাতকানিয়া-লোহাগাড়া আসনের এমপি আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকালে চেক বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।

এমপি নদভী বলেন, কভিড-১৯ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত অর্থনীতি পুনরুদ্ধারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগের আওতায় পল্লী এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে লক্ষ্য করে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের অনুকূলে ২০২০-২১ অর্থবছরে প্রণোদনাস্বরূপ সারাদেশে ৩০০ কোটি টাকার মধ্যে প্রথম ধাপে দেড়শ কোটি টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে।।

এসএএস/এনএনআর

এই বিভাগের আরও খবর
Loading...