chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বঙ্গবন্ধু বিশ্বের নির্যাতিত-নিপীড়িত গণমানুষের মুক্তির দূত: চবি উপাচার্য

নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধু বাঙালি জাতির অবিসংবাদিত নেতা। তিনি বিশ্বের নির্যাতিত-নিপীড়িত মুক্তিকামী গণমানুষের মুক্তির দূত -এমন মন্তব্য করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার।

মঙ্গলবার (১৭ আগস্ট) বিসিএসআইআর চট্টগ্রাম গবেষণাগারের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি ।

বিসিএসআইআর চট্টগ্রাম গবেষণাগারের পরিচালক ড. মোহাম্মদ মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চবি উপ-উপাচার্য প্রফেসর বেনু কুমার দে।

বিসিএসআইআর চট্টগ্রাম গবেষণাগারের সিনিয়র সাইন্টিফিক অফিসার এ জে এম মোরশেদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক ড. মো. আবদুস সালাম ও সিনিয়র সাইন্টিফিক অফিসার  ড. মো. সাইফুল ইসলাম প্রমুখ।

এসএএস/ এনএনআর

এই বিভাগের আরও খবর
Loading...