chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রাম বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট উন্মুক্ত

ডেস্ক নিউজ: মহামারি করোনা ভাইরাসের প্রকোপে দীর্ঘদিন বন্ধ থাকার পর চট্টগ্রামের হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট উড্ডয়ন ও অবতরণ শুরু হচ্ছে। 

মঙ্গলবার (১৭ আগস্ট) থেকে দেশের দ্বিতীয় বৃহত্তম এ বিমানবন্দরে পুনরায় আন্তর্জাতিক ফ্লাইট ওঠানামার বিষয়ে নির্দেশনা দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
এ বিষয়ে জানতে চাইলে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার ফরহাদ হোসেন খান গণমাধ্যমকে জানান, মঙ্গলবার (১৭ আগস্ট) থেকে আমরা আন্তর্জাতিক ফ্লাইট অবতরণ ও উড্ডয়নের নির্দেশনা পেয়েছি। যদিও, সবকিছু নির্ভর করছে রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সসহ বেসরকারি উড়োজাহাজ কোম্পানিগুলোর ওপর। বিমানগুলো যাত্রী পেলে তবেই আন্তর্জাতিক গন্তব্যগুলোতে ফ্লাইট অপারেট করবে। তবে, এয়ার বাবল ফ্লাইট চলবে না।

করোনা পরীক্ষার সনদ, করোনা ভ্যাকসিন সনদসহ করোনা পরিস্থিতিতে আরোপিত আন্তর্জাতিক সকল নিয়ম, বিধি মেনেই ফ্লাইট অপারেট করতে হবে। আমাদের পক্ষ থেকে বিমানবন্দরে যাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হয়েছে।

করোনা পরিস্থিতির আগে স্বাভাবিক সময়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সালাম এয়ার, ফ্লাই দুবাই বিভিন্ন এয়ারলাইন্সের চট্টগ্রাম থেকে দুবাই, মাস্কাট, কলকাতা, চেন্নাইসহ বিভিন্ন গন্তব্যে ফ্লাইট চালু ছিল।

ইনি/চখ

এই বিভাগের আরও খবর