chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

দেশে আরও ১৭৪ জনের প্রাণ কাড়ল করোনা

ডেস্ক নিউজ: দেশে ধীরে ধীরে কমতে শুরু করেছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ১৭৪ জন মানুষের প্রাণ কেড়েছে ভাইরাসটি। ফলে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ হাজার ৩৪৯ জনে।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ছয় হাজার ৯৫৯ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ লাখ ২৫ হাজার ৮৬১ জনে।

২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯ হাজার ২৬৮ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৩ লাখ ১ হাজার ৯৬৬ জন।

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ২১ দশমিক ০৮ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৬ দশমিক ৮৯ শতাংশ। সুস্থতার হার ৯১ দশমিক ৩১ শতাংশ। করোনায় মৃত্যুর হার ১ দশমিক ৭১ শতাংশ।

করোনায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগের ৭০ জন, চট্টগ্রাম বিভাগের ৩৭ জন, রাজশাহী বিভাগের ১৭ জন, খুলনা বিভাগের ১৯ জন, বরিশাল বিভাগের ৭ জন, সিলেট বিভাগের ৬ জন, রংপুর বিভাগের ৭ জন এবং ময়মনসিংহ বিভাগের ১১ জন।

প্রসঙ্গত, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর
Loading...