chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

লঙ্কান ক্রিকেটার কুশল পেরেরা করোনা পজিটিভ

খেলা ডেস্ক: শ্রীলঙ্কান ক্রিকেটার কুশল পেরেরা প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার (১৬ আগস্ট) শ্রীলঙ্কা ক্রিকেট এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

কুশল পেরেরাকে ১০ দিনের আইসোলেশনে পাঠানো হয়েছে। তবে আগামী মাসে দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে এ মারকুটে ব্যাটসম্যান ছিটকে গেছেন, এখনই তেমনটা বলে দেয়া যাচ্ছে না।

২ সেপ্টেম্বর থেকে শুরু হবে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার সিরিজ। সিরিজে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুই দল, শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে ১৪ সেপ্টেম্বর।

দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রস্তুতির জন্য আগামী ২৫ আগস্ট বায়ো-সিকিউর বাবলে ঢুকবে শ্রীলঙ্কা ক্রিকেট দল। তাই আশা করা যাচ্ছে, আইসোলেশন থেকে সুস্থ হয়ে ফিরলে কুশল পেরেরা সেই বাবলে ঢুকে যেতে পারবেন।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর
Loading...