chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে এক মাসে সর্বনিম্ন করোনা রোগী শনাক্ত

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে করোনায় আক্রান্তের সংখ্যা কমেছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ২৩০ জন। এটি গত এক মাসে চট্টগ্রামে সর্বনিম্ন শনাক্তের রেকর্ড। চট্টগ্রামে মোট শনাক্ত হয়েছে ৯৫ হাজার ৪৪ জনে।

সোমবার (১৬ আগস্ট) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য জানান।

সিভিল সার্জন বলেন, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ৭৮৩ জনের নমুনা পরীক্ষায় ২৩০ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। এদের মধ্যে নগরীর ১৬৩ ও উপজেলার ৬৭ জন।

নচ/চখ

এই বিভাগের আরও খবর
Loading...