chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সোমবার শুরু হচ্ছে টিকাদান কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক: আগামী সোমবার (১৬ আগস্ট) থেকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে আবারও শুরু হচ্ছে করোনা টিকাদান কার্যক্রম।

আগের সময়সূচি অনুযায়ী, সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সিনোর্ফাম ও মর্ডানার টিকা দেওয়া হবে। এ ছাড়া দুপুর ৩টা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত মিলবে এস্ট্রোজেনেকার টিকা।

তবে কেন্দ্র থেকে নির্দিষ্ট তারিখ ছাড়া কাউকে টিকা দেওয়া হবে না। রোববার (১৫ আগস্ট) চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এক ভিডিও বার্তায় টিকা প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন। নির্দেশনাটি কেবল চট্টগ্রাম জেনারেল হাসপাতালের জন্য প্রযোজ্য বলেও জানান তিনি।

সিভিল সার্জন জানান, এসএমএস পাওয়ার ভিত্তিতে সিনোফার্মের প্রথম ও মর্ডানার দ্বিতীয় ডোজ প্রদান করা হবে। যারা ১২ ও ১৪ আগস্ট টিকা দিতে পারেননি তাদের যথাক্রমে ১৭ ও ১৮ আগস্ট দুপুরে টিকা দেওয়া হবে।

তবে এস্ট্রোজেনেকার টিকা প্রাপ্তিরা এসএমএস না পেলেও টিকা কার্ড প্রদর্শন করে ২১, ২২ ও ২৩ আগস্ট টিকা পাবেন। প্রবাসীদের ভিসা ও পাসপোর্ট সঙ্গে নিয়ে আসতে হবে।

এর আগে টিকা সংকটের কারণে গত বৃহস্পতিবার (১২ আগস্ট) সিনোর্ফাম ও মডার্নার টিকাদান কার্যক্রম বন্ধ হয়ে যায়।

আরকে/এমআই

এই বিভাগের আরও খবর