chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

শোক দিবসে চুয়েট পরিবারের শ্রদ্ধাঞ্জলি

নিজস্ব প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে শ্রদ্ধা নিবেদন করেছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)।

রবিবার (১৫ আগস্ট) সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচীর উদ্বোধন করেন উপার্চায অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম । প্রশাসনিক ভবনের সামনে কালো ব্যাজ ধারণ, কালো পতাকা উত্তোলন ও জাতীয় পতাকা অর্ধনমিতকরণের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচীর শুরু হয়।

চুয়েটের শোক দিবসের কর্মসূচীর মধ্যে ছিল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ অন্যান্য শাহাদাত বরণকারী শহিদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও শিশু-কিশোরদের জন্য রচনা প্রতিযোগিতা।

এসএএস/এনএনআর

এই বিভাগের আরও খবর
Loading...