chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

শোক দিবস পালন করেছে বাংলাদেশ চা বোর্ড

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ চা বোর্ডের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে ।
রবিবার (১৫ আগস্ট) প্রতিষ্ঠানটির পক্ষ হতে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহিদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।এসময় জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন, জাতির পিতার অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবকও অর্পণ করা হয়।
এরপর বঙ্গবন্ধুর জীবন – কর্মের উপর একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আশরাফুল ইসলাম বলেন, বঙ্গবন্ধু ১৯৫৭ সালের ৪ জুন থেকে ১৯৫৮ সালের ২৩ অক্টোবর পর্যন্ত চা বোর্ডের প্রথম বাঙালি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। চা শিল্পের উন্নয়নে বঙ্গবন্ধুর নানামুখী পদক্ষেপের ধারাবাহিকতায় বর্তমানে চা দেশের একটি টেকসই শিল্প হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে।
বোর্ডের সদস্য (অর্থ ও বাণিজ্য) ড. নাজনীন কাউসার চৌধুরীর সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে বোর্ডের সদস্য (গবেষণা ও উন্নয়ন) মোহাম্মদ নুরুল আলম চৌধুরী, সচিব (ভারপ্রাপ্ত) মোহাম্মাদ রুহুল আমিন, উপ-পরিচালক (পরিকল্পনা) মুনির আহমদসহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।
এসএএস/এনএনআর

এই বিভাগের আরও খবর