chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রাম এলো আরো ৩ লাখ ডোজ টিকা

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম এসেছে মডার্না, সিনোফার্মের আরো তিন লাখ ৩৫ হাজার ২৮০ ডোজ টিকা।

শনিবার (১৪ আগস্ট) রাতে সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই স্টোরে টিকা বহনকারী বিশেষ গাড়িটি পৌঁছায়।

জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি টিকাগুলো গ্রহণ করেন।

সিভিল সার্জন বলেন, শনিবার আরও ৩ লাখ ৩৫ হাজার ২৮০ ডোজ টিকা এসেছে। এর মধ্যে মডার্নার এক লাখ ৩৬ হাজার ৮০ ডোজ এবং সিনোফার্মের এক লাখ ৯৯ হাজার ২০০ ডোজ টিকা রয়েছে।

তিনি আরও বলেন, মজুত না থাকায় চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার কয়েকটি কেন্দ্রে মডার্না টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু করতে পারিনি। আশা করছি সোমবার (১৬ আগস্ট) সিটি করপোরেশনের ১১টি কেন্দ্রে মডার্নার দ্বিতীয় ডোজের টিকা দেওয়া শুরু হবে।

সেখ ফজলে রাব্বি বলেন, এই ১১টি কেন্দ্রে প্রথম ডোজ হিসেবে সিনোফার্মের টিকা দেওয়াও শুরু করা যাবে। যারা রেজিষ্ট্রেশন করেছে এসএমএস পাওয়া সাপেক্ষে ১৬ তারিখ থেকে তারা সিনোফার্মের প্রথম ডোজ টিকা নিতে পারবেন।

এর আগে চট্টগ্রামে তিন দফায় অ্যাস্ট্রাজেনেকার আট লাখ ৭০ হাজার ডোজ টিকা এসেছিল। এর মধ্যে ৩১ জানুয়ারি প্রথম দফায় এসেছিল ৪ লাখ ৫৬ হাজার ডোজ। ৯ এপ্রিল দ্বিতীয় দফায় এসেছিল ৩ লাখ ৬ হাজার ডোজ। তৃতীয় দফায় ৬ আগস্ট আসে ১ লাখ ৮ হাজার ডোজ।

এছাড়া গত ১১ জুলাই ও ৬ আগস্ট দুই দফায় মডার্নার ১ লাখ ৪৩ হাজার ৪০০ ডোজ টিকা আসে। তিন ধাপে সিনোফার্মের আসে ৩ লাখ ৩২ হাজার ৮০০ ডোজ টিকা।

এসএএস/এনএনআর

এই বিভাগের আরও খবর