chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ফের বিয়ে করলেন সালমান শাহ’র স্ত্রী সামিরা

ডেস্ক নিউজ: ঢাকাই সিনেমার অন্যতম সেরা নায়ক সালমান শাহ। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর তার মৃত্যুর পর স্ত্রী সামিরা বিয়ে করেন সালমান শাহের বন্ধু মোশতাক ওয়াইজকে। মোশতাকের সংসারে এক ছেলে ও দুই মেয়ের জননী সামিরা। সুখেই ছিলেন তারা, এমনটাই গণমাধ্যমে দাবি করতেন এই দম্পতি। তবে স্থায়ী হয়নি সেই সুখ। ভেঙে গেল তাদের সেই সংসারটিও। এবার নতুন করে আবারো বিয়ে করেছেন সামিরা।

খবরটি গণমাধ্যমে নিশ্চিত করেছেন তার সাবেক স্বামী মোশতাক।

মোশতাক বলেন, ‘সামিরা আবারও বিয়ে করেছে। সামিরার সঙ্গে আমি সবসময় ছিলাম, ভবিষ্যতেও বন্ধু হয়ে থাকবো।’

সামিরার নতুন স্বামী সাবেক ক্রিকেটার ও ক্রিকেট বিশ্লেষক ইশতিয়াক আহমেদ। গত ১৫ জুলাই সামিরা ও ইশতিয়াকের দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

এর আগে গত ২১ মার্চ মোশতাককে ডিভোর্স নোটিশ পাঠান সামিরা। সেটা দুজনের সম্মতিতেই কার্যকর হয়েছে ২১ জুন। এমনটাই জানান মোশতাক।

নিজের নতুন জীবনে প্রবেশের কথা নিশ্চিত করেছেন সামিরাও। সামিরা জানান, বর্তমানে তিনি ইশতিয়াকের বাসায়ই থাকছেন। সামিরার আগের সংসারের তিন সন্তান তার সঙ্গেই রয়েছে বলে জানান তিনি।

এই বিভাগের আরও খবর
Loading...