chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

রাউজানে পানিতে পড়ে প্রাণ হারাল শিশু

নিজস্ব প্রতিবেদক: রাউজানে পানিতে পড়ে প্রাণ হারিয়েছে দুই বছর বয়সী এক শিশু। আজ শনিবার বিকেলে ৭ নম্বর রাউজান সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম মো. আনাস। সে একই এলাকার গুরা মিয়া চৌধুরী বাড়ির প্রবাসী মো. নেজাম উদ্দিনের ছেলে।

নিহত শিশু আনাসের মামা মো. তারেক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিকেলে পরিবারের অগোচরে পুকুরে পড়ে যায় আনাস। পরে অনেক খোঁজাখুজির পর তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ওই শিশুকে মৃত ঘোষণা করেন।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর
Loading...