chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

কক্সবাজারে পর্নোভিডিও বানিয়ে হয়রানি, আটক ৫

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারে পর্নোভিডিও বানিয়ে হয়রানির অভিযোগে ৫ জনকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার (১৩ আগস্ট) দিবাগত রাতে কক্সবাজার সদরের চৌফলদন্ডির উত্তরপাড়া এলাকার একটি বসতবাড়ি থেকে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটক জমির হোসাইন ওই এলাকার মৃত মো. আলমের ছেলে এবং চৌফলদন্ডি ইউনিয়ন মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়, আটক জমির শহরের বিভিন্ন আবাসিক হোটেলে নারী ও মদের আসর বসাতো। বিধিনিষেধ চলাকালে হোটেল বন্ধ থাকায় নিজ বাড়িতেই আসর গড়ে তুলে জমির। এ ছাড়া মহিলাদের সাথে সম্পর্ক গড়ে তুলে গোপনে ভিডিও ধারণ করতো। পরে তা নিয়ে ভুক্তভোগীকে হয়রানি করত ও টাকা হাতিয়ে নিত।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর উল গীয়াস। তিনি জানান, আটককৃত ব্যক্তি মাদক ও দেহ ব্যবসার সঙ্গে জড়িত। জমিরের মোবাইলে অনৈতিক ভিডিও ও ছবি পাওয়া গেছে।

তাদের বিরুদ্ধে মানবপাচার ও পর্নোগ্রাফি আইনে আলাদা দুটি মামলা হয়েছে বলেও জানান ওসি শেখ মুনীর উল গীয়াস।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর
Loading...