chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

নগরীতে কোথাও সামান্য অন্ধকারও দেখা যাবে না

নিজস্ব প্রতিবেদক :  চট্টগ্রাম নগরীকে স্মার্ট সিটিতে রূপান্তরের কাজ চলমান রয়েছে। আবাসিক ও বাণিজ্যিক এলাকার সড়কগুলো সূর্যাস্তের পর থেক সূর্যোদয় পর্যন্ত সার্বক্ষণিক আলোকিত থাকবে। তখন নগরীতে কোথাও অন্ধকারের সামান্য চিহ্নমাত্রাও দেখা যাবে না।এমন মন্তব্য করেছেন চসিক বিদ্যুৎ স্ট্যান্ডিং কমিটির সভাপতি ও শুলকবহর ওয়ার্ড কাউন্সিলর মোরশেদ আলম।

শনিবার (১৪ আগস্ট) বিকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পুরাতন নগর ভবনস্থ কে.বি.আবদুচ সত্তার মিলনায়তনে সড়ক বাতির স্যুইচ অন-অফ কাজে দায়িত্বপ্রাপ্ত ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের বাৎসরিক সম্মানী ভাতা প্রদান অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এসব বলেন তিনি।

এই অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন প্যানেল মেয়র গিয়াস উদ্দিন, কাউন্সিলর অধ্যাপক মোহাম্মদ ইসমাইল ও ওয়াসিম উদ্দিন চৌধুরী।

স্বাগত বক্তব্য রাখেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী (বিদ্যুৎ) ঝুলন কুমার দাশ। চসিক নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) রেজাউল বারী ভূঁইয়ার পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিবিএ’র সিনিয়র সহ-সভাপতি জাহিদুল আলম চৌধুরী।

এসএএস/ এনএনআর

এই বিভাগের আরও খবর
Loading...