chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

আ. লীগ নেতা হাফেজুর রহমানের ইন্তেকাল, তথ্যমন্ত্রীর শোক

নিজস্ব প্রতিবেদক: রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি লোকমান হোসেন তালুকদারের পিতা ও পারুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি হাফেজুর রহমান তালুকদার ইন্তেকাল করেছেন।

আজ শনিবার (১৪ আগস্ট) সকালে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর।

তৃণমূলের এই আওয়ামী লীগ নেতার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

এক শোক বার্তায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রয়াতের আত্মার শান্তি কামনা এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, ৭৫ পরবর্তী তৃণমূলে দলের জন্য নিবেদিত প্রাণ বঙ্গবন্ধুর সৈনিক আলহাজ্ব  হাফেজুর রহমান তালুকদার ছিলেন একজন দক্ষ সংগঠক। এলাকাবাসীর সেবায় আত্মনিয়োগের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রয়েছেন তিনি।

এছাড়া রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদারসহ আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা হাফেজুর রহমান তালুকদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

মৃত্যুকালে তিন ছেলে ও পাঁচ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান তিনি।

এসএএস/এমআই

এই বিভাগের আরও খবর
Loading...