chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

নগরে সোমবার থেকে পাওয়া যাবে সিনোফার্মার টিকা

নিজস্ব প্রতিবেদক: টিকা এলে সোমবার (১৬ আগস্ট) থেকে চট্টগ্রাম মহানগরে সিনোফার্মার টিকার প্রথম ডোজ দেওয়া ফের শুরু হবে। শনিবার (১৪ আগস্ট) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে এমন তথ্য জানানো হয়েছে।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি চট্টলার খবরকে বলেন, চলতি সপ্তাহে আরো টিকা আসার কথা রয়েছে। টিকা এলে মহানগরে মর্ডানার দ্বিতীয় ডোজ এবং সিনোফার্মের ১ম ডোজ দেওয়া হবে।

টিকা প্রদানের একই প্রস্তুতির কথা বলেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আখতার। তিনি চট্টলার খবরকে বলেন, টিকা না থাকায় এই মুহূর্তে মর্ডানার প্রথম ও দ্বিতীয় ডোজ বন্ধ রাখা হয়েছে। টিকার পরবর্তী চালান এলে সোমবার (১৬ আগস্ট) থেকে মডার্নার দ্বিতীয় ডোজ দেওয়া হবে।

এতোদিন উপজেলা পর্যায়ে সিনোফার্মার ডোজ প্রদান করা হয়েছিল। বর্তমানে মহানগর ও উপজেলা পর্যায়ে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে।

আরকে/ এনএনআর

এই বিভাগের আরও খবর
Loading...