chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে পারে বাংলাদেশও!

খেলা ডেস্ক: কয়েকমাস পর অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ফেবারিটের তালিকায় কয়েকটি দলের নাম অবধারিতভাবে থাকলেও বাংলাদেশ এ তালিকায় থাকার কথা না। তবে এ বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাবনা আছে বলে জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ব্যাটসম্যান হার্শেল গিবস।

ক্রিকেট পাকিস্তানকে দেয়া এক সাক্ষাৎকারে সাবেক এ প্রোটিয়া ক্রিকেটার বলেছেন, ‘আমি ফেবারিট হিসেবে বলব ইংল্যান্ড, পাকিস্তান ও ভারতের কথা। আসলে আপনি নিশ্চিতভাবে কিছু বলতে পারেন না। শ্রীলঙ্কাও যেকোনো কিছু করে ফেলতে পারে। এমনকি বাংলাদেশও তা করতে পারে।

গিবস বলেন, ‘আমার মতে, এখন পর্যন্ত বলব পাকিস্তান, ভারত এবং ইংল্যান্ডের কথা। তবে (বিশ্বকাপের) কন্ডিশন কেমন হবে, তার ওপরেও বিষয়টা নির্ভর করে।’

এ কিংবদন্তি ক্রিকেটার বলেন, ‘পাকিস্তানের আনপ্রেডিক্টেবিলিটি সবসময়ই একটা বড় প্রভাবক। ইংল্যান্ড আর ভারত শক্তিশালী দল। তাই উইকেটের ওপর অনেক কিছু নির্ভর করে। যদি উইকেটে বল টার্ন করে, আমার মনে হয় না ওয়েস্ট ইন্ডিজ তেমন ভয়ানক হতে পারবে।’

তিনি বলেন, ‘বিরাট কোহলি (ভারত), বাবর আজম (পাকিস্তান), জস বাটলার (ইংল্যান্ড)- এসব দলে অনেক ভালো ব্যাটসম্যান রয়েছে। ওয়েস্ট ইন্ডিজেও কয়েকজন আছে। তবে কোহলি, বাবর, স্টিভ স্মিথরা এমন ব্যাটসম্যান যারা সব ধরনের উইকেটেই ভালো খেলতে পারে। তাদের স্কিল অনেক বেশি। যা অন্যদের চেয়ে তাদেরকে আলাদা করে দেয়।’

এমআই/চখ

এই বিভাগের আরও খবর