chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

পটিয়ায় সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: পটিয়ায় সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে পৌরসভার বৈলতলী সড়কে একটি ট্রাক খাদে পড়ে উল্টে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

নিহত ব্যক্তির নাম মো. আলমগীর (৩৫)। আহতরা হলেন- নগরের আতুরার ডিপো এলাকার মুন্না (৩০) ও রাঙামাটির বুরুজ মিয়া (৪০)। তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষের ইনচার্জ কফিল উদ্দিন।

তিনি জানান, বৈলতলী সড়কের একটি স্টিলের ব্রিজের উত্তর পাশে সিমেন্ট বোঝাই ট্রাকটি চন্দনাইশ যাওয়ার পথে খাদে পড়ে উল্টে যায়।

খবর পেয়ে পটিয়া ফায়ার সার্ভিসের একটি গাড়ি ঘটনাস্থলে পাঠানো হয়। তারা একজনের মরদেহ ও দুইজনকে আহত অবস্থায় উদ্ধার করেন।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর
Loading...