chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

নভেম্বরে এসএসসি, ডিসেম্বরে এইচএসসি’র প্রস্তুতি রয়েছে: শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ: দেশে করোনা পরিস্থিতির কারণে দীর্ঘদিন ধরে বন্ধ আছে শিক্ষাপ্রতিষ্ঠান। যার ফলে ঠিক সময়ে চলতি বছর এসএসসি ও এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। তবে আগামী নভেম্বর মাসে এসএসসি এবং ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা নেওয়ার সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আজ বৃহস্পতিবার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ে এক অনুষ্ঠান শেষে গণমাধ্যমকে এ কথা জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, এসএসসির ফরম পূরণ আগেই হয়ে গেছে। এইচএসসিরটা আজকে থেকে শুরু হয়েছে। আমরা আশা করছি এসএসসি পরীক্ষা নভেম্বরের মাঝামাঝি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরের দিকে শুরু করতে পারবো। আমাদের সেই প্রস্তুতি আছে।

দীপু মনি জানান, শিক্ষার্থীদের সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হয়েছে, তার উপরে পরীক্ষা হবে। তারা যেন অ্যাসাইনমেন্ট জমা দেয়, বই পড়ে। তাহলে প্রস্তুতি নেওয়া সম্ভব।

তিনি বলেন, বই পড়ে, অ্যাসাইনমেন্ট জমা দিয়ে শিক্ষার্থীরা প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে পারবে ইনশাল্লাহ।

শিক্ষামন্ত্রী বলেন, ‘অভিজ্ঞতা বলে গত বছর সেপ্টেম্বরের দিকে সংক্রমণ কমে গিয়েছিল। আর এখন তো টিকা দেওয়া হচ্ছে। কাজেই আশা করছি সেই সময়ে আমরা পরীক্ষা নিতে পারবো। আর যদি কোনো কারণে অনুকূল পরিস্থিতি তৈরি না হয়, আমরা মনে করছি না হবে।’

এমআই/চখ

এই বিভাগের আরও খবর
Loading...