chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

আফগানদের হত্যা বন্ধ করুন: রশিদ খান

খেলা ডেস্ক: কঠিন সময় পার করছে আফগানিস্তানের জনগণ। রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত তালেবান ও সরকারি বাহিনী। আফগানিস্তানের এ দুঃসময়ে বিশ্বনেতাদের পাশে থাকার আহ্বান জানিয়েছেন দেশটির তারকা লেগস্পিনার রশিদ খান।

মঙ্গলবার এক টুইটে রশিদ খান লিখেছেন, ‘প্রিয় বিশ্বনেতারা, আমার দেশ বিশৃঙ্খল অবস্থায় রয়েছে। নারী ও শিশুসহ হাজার হাজার নির্দোষ মানুষ রোজ মারা যাচ্ছেন। বাড়িঘর ও সম্পদ ধ্বংস হচ্ছে। হাজার হাজার পরিবার বাস্তুহারা হয়েছে।’

‘আমাদের এই বিশৃঙ্খল অবস্থার মধ্যে ফেলে যাবেন না। আফগানদের হত্যা বন্ধ করুন, আফগানিস্তানকে ধ্বংস করা বন্ধ হোক। আমরা শান্তি চাই।’

রশিদ খানের দেশ আফগানিস্তানে গত এক মাসে হাজারের বেশি মানুষ হত্যার শিকার হয়েছেন। পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে। সরকার বাহিনী ও তালেবানের লড়াই না থামলে শান্তি ফেরার সম্ভাবনা ক্ষীণ।

দুই দশক আফগানিস্তানে থাকার পর গত ১ মে থেকে সৈন্য সরিয়ে নিতে শুরু করেছে যুক্তরাষ্ট্র। তারপর থেকেই একের পর এক এলাকা নিজেদের দখলে নিয়ে নিচ্ছে তালেবান। ইতোমধ্যে ৭০ ভাগের বেশি এলাকা তালেবানরা দখল করেছে বলে জানা গেছে।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর