chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

নগরীতে ইয়াবাসহ গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজার থেকে কম দামে ইয়াবা এনে ঢাকায় পাচারকালে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ১ হাজার ৬২৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়। 

বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় নগরীর কোতোয়ালী থানার আলকরণ এলাকার একটি দোকানের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আব্দুর রহিম (২৪) টেকনাফ থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে বলে জানিয়েছে পুলিশ।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দীন গণমাধ্যমকে এর সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ওই ব্যক্তি কক্সবাজার থেকে কম দামে ইয়াবাগুলো সংগ্রহ করে বেশি দামের জন্য ঢাকায় পাচার করতে চেয়েছিল। তবে গোপন সংবাদের খবর পেয়ে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

আরকে/এমআই

এই বিভাগের আরও খবর
Loading...