chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

জনগণের আচরণে নির্ভর করছে লকডাউনের ভবিষ্যত: নাছির

নিজস্ব প্রতিবেদক: জনগণের আচরণের ওপর ভবিষ্যতে লকডাউনের সিদ্ধান্ত নির্ভর করছে বলে জানিয়েছেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন।

বৃহস্পতিবার (১২ আগস্ট) বিকেলে নগরের ফিরিঙ্গিবাজার আলকরণ নূর আহমদ সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয়ে মহানগর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ভার্চুয়াল সম্মেলনে অংশ নিয়ে এ কথা জানান তিনি। সম্মেলন শেষে নিম্ন আয়ের মানুষের মাঝে বিনামূল্যে সবজি বিতরণ করা হয়।

নাছির বলেন, মানুষের জীবন-জীবকা নির্বাহের জন্য লকডাউন প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এর সফলতা নির্ভর করছে মানুষের আচরণের ওপর। স্বাস্থ্যবিধি উপেক্ষা করে মাস্ক না পরলে পরিস্থিতির অবনতি হতে পারে। তখন লকডাউনের মতো কঠোর সিদ্ধান্ত নেওয়া ছাড়া উপায় থাকবে না। সরকারের ইতিবাচক সিদ্ধান্তের সফলতা জনগণের ওপর নির্ভর করছে।

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমানের পরামর্শে ভার্চুয়াল সম্মেলনে স্মরণিকা উপপরিষদের সদস্য সচিব ওসমান গণি মানিক সার্বিক পরিচালনা করেন।

দপ্তর উপপরিষদের সদস্য সচিব হায়দার আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতা ফারুক আহমেদ বক্তব্য রাখেন।

এছাড়া চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য বেলাল আহমেদ, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য রায়হান ইউসুফ, মাসুদ করিম, আনোয়ারুল ইসলাম বাপ্পী, জুবায়ের কাকি, মিজানুর রহমান, খোরশেদ আলম রহমান, তাজউদ্দিন রিজভী, ফজলে হাসান চৌধুরী, ইসতেহার উদ্দিন পারভেজসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে পাঁচ শতাধিক নিম্ন আয়ের মানুষের হাতে তুলে দেওয়া হয় বিভিন্ন রকম সবজি।

আরকে/এমআই

এই বিভাগের আরও খবর