chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে ’কথিত সাংবাদিক’ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : রাউজানে বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় মো. ইসমাইল হোসেন ওরফে ইমন (২৪) নামে এক কথিত সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়।

এর আগে বুধবার রাতে ডাবুয়া রাউজান পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ইমন রাউজান পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দলিলাবাদ গ্রামের আহমেদ চৌধুরী বাড়ির মো আব্বাসের ছেলে।

রাউজান থানা সূত্রে জানা গেছে, রাউজান উপজেলার ডাবুয়া ইউনিয়নের এক তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে গত কয়েকমাস ধরে শারীরিক সম্পর্ক করেছিল ইমন। সর্বশেষ ৩০ জুলাই বিকেল সাড়ে ৩টায় ভুক্তভোগীর বসতঘরে পরিবারের সদস্যদের অনুপস্থিতিতে ধর্ষণ করা হয়েছে।

পরিবারের সদস্যরা বিষয়টি জানার পর বিয়ের প্রস্তাব দিলে বিয়ে করতে অস্বীকৃতি জানায় ইমনের পরিবার ও ইমন। টাকার বিনিময়ে সমঝোতা করার চেষ্টাও করেন বলে অভিযোগ করা হয়।

পরে এ ঘটনায় গত বুধবার রাউজান থানায় ভুক্তভোগী তরুণী ধর্ষণ মামলা দায়ের করলে ওইদিন রাতেই রাউজান পৌরসভাস্থ তার বাড়ি থেকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে পুলিশ।

রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন বলেন, ধর্ষণ মামলার পর এক যুবককে আটক করা হয়েছে। আমরা তাকে চট্টগ্রাম আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছি। ইমন চ্যানেল কর্ণফুলী নামে একটি অনলাইন টিভির রাউজান প্রতিনিধি হিসেবে পরিচয় দিত।

এসএএস/এমআই

এই বিভাগের আরও খবর