chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সংকটের মুখে বন্ধ মডার্না ও সিনোফার্মের টিকা প্রয়োগ

নিজস্ব প্রতিবেদক: সংকটের মুখে অনির্দিষ্টকালের জন্য মডার্না ও সিনোফার্মের প্রথম ডোজের টিকা প্রয়োগ বন্ধ রাখা হয়েছে। ফলে টিকা কেন্দ্রগুলোতে মানুষের ভিড় থাকলেও টিকা না নিয়েই তাদের ফিরে যেতে হয়েছে।

বৃহস্পতিবার (১২ আগস্ট) সর্বশেষ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে মর্ডানার টিকা দেয়া হয়।
এর আগে বুধবার (১১ আগস্ট) রাত ১২টার দিকে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে জানানো হয়, যারা আগে মর্ডানা ও সিনোফার্মের প্রথম ডোজ নিয়েছেন তাদের টিকা কার্ড অনুযায়ী তারিখ লেখা থাকলেও ওই তারিখে আপাতত দ্বিতীয় ডোজ পাবেন না।

জানতে চাইলে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি চট্টলার খবরকে বলেন, আপাতত টিকা সংকট থাকার কারণে মডার্না ও সিনোফার্মার টিকা প্রদান বন্ধ রয়েছে। তবে অ্যাস্ট্রেজেনেকার ডোজ চালু রয়েছে।

‘যারা এই ডোজের টিকা পাওয়ার কথা, তারা টিকা নিতে পারবেন। এক্ষেত্রে এসএমএস না আসলে কিংবা এসএমএস ডিলিট হয়ে গেলেও আগামী ২১ থেকে ২৩ আগস্টের মধ্যে গিয়ে টিকা নিতে পারবেন।’

আরকে/এমআই

এই বিভাগের আরও খবর
Loading...