chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

আন্তর্জাতিক ক্রিকেটকে পাত্তা দিচ্ছে না ক্রিকেটাররা: ইনজামাম

খেলা ডেস্ক: সাম্প্রতিক সময়ে বিভিন্ন দেশের ক্রিকেটাররা আন্তর্জাতিক ক্রিকেটকে উপেক্ষা করে আইপিএলকে প্রাধান্য দিচ্ছেন। আর এ বিষয়টা কিছুতেই মানতে পারছেন না পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম-উল হক।

ইনজামাম সরাসরি আইসিসির দিকে আঙুল তুলেছেন। তিনি জিজ্ঞেস করেন, আইসিসি কী করছে! বিশ্বক্রিকেটের সর্বোচ্চ সংস্থা কি ঘুমিয়ে আছে?

দেশের খেলা রেখে আইপিএলকে কী করে প্রাধান্য দিচ্ছে নিউজিল্যান্ড বোর্ড, সে প্রশ্ন রেখে আইসিসিকে একহাত নেন ইনজামাম।

তিনি বলেন, ‘আইসিসি আসলে কী করছে? এসব কর্মকাণ্ড দিয়ে আসলে কোন ধরনের বার্তা দেওয়া হচ্ছে? আন্তর্জাতিক ক্রিকেটকে পাত্তা না দিয়ে বিভিন্ন দেশের ক্রিকেটাররা আইপিএল বা এ ধরনের ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগগুলোকে প্রাধান্য দিচ্ছে। এর মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটকেই গুরুত্বহীন করা হচ্ছে।’

আইপিএলের জন্য বিগত কয়েকটি সিরিজে পাকিস্তান পূর্ণশক্তির প্রতিপক্ষ পায়নি বলে অভিযোগ করেন ইনজামাম।

সাবেক এই ক্রিকেটার বলেন, ‘আপনারা খেয়াল করে দেখবেন, পাকিস্তানই বেশি ভুক্তভোগী এ ক্ষেত্রে। এপ্রিলে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে তাদের মূল দলকে পায়নি পাকিস্তান। সেই সময় প্রোটিয়াড়দের মূল খেলোয়াড়রা আইপিএলে ব্যস্ত ছিল। পাকিস্তান কেন যেন প্রতিপক্ষের সেরা দলটির বিপক্ষে খেলার সুযোগ পাচ্ছে না। এভাবে চলতে থাকলে বিশ্বকাপের প্রস্তুতি কীভাবে নেবে পাকিস্তান!’

এমআই/চখ

এই বিভাগের আরও খবর