chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বাসায় বসে টিকা: একদিনের রিমান্ডে আসামিরা

নিজস্ব প্রতিবেদক: টাকা দিয়ে বাসায় বসে টিকা দেওয়ার ঘটনায় গ্রেফতার দুই আসামির বিরুদ্ধে একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুরে চট্টগ্রাম মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট হোসেন মোহাম্মদ রেজার আদালত এই আদেশ দেন।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুজ্জামান চট্টলার খবরকে এর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা পাঁচদিনের রিমান্ড আবেদন করেছিলাম। আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

প্রসঙ্গত, ৭ আগস্ট গণটিকাদানের কর্মসূচি হাতে নিয়েছিল সরকার। তথ্যমতে ওইদিন চট্টগ্রাম সিটি করপোরেশন ৯০০ ব্যক্তিকে টিকা দেয়। কিন্তু চসিকের মোস্তফা হাকিম ডিগ্রি কলেজজের টিকা কেন্দ্রের বিষু দে টাকার বিনিময়ে দুই ব্যক্তিকে বাসায় টিকা পুশ করেন।

নগরের জাকির হোসেন লেনে আলী ভবনে মোরশেদ আলীর বাসায় গিয়ে মো. হাসান ও তার বন্ধুকে টিকা দেওয়া হয়। এমনকি টিকা গ্রহীতা মো. হাসান পুশের ছবি ফেসবুকে আপলোড করে করেন। এরপর বিষয়টি সবার নজরে আসে।

এ ঘটনায় মামলা দায়েরের পর টিকা গ্রহীতা মো. হাসান ও সহায়তাকারী মোবারক আলীকে গ্রেফতার করে পুলিশ। টিকা পুশ করা স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করে চট্টগ্রাম সিটি করপোরেশন।

আরকে/এমআই

এই বিভাগের আরও খবর