chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

রাউজান থানায় ‘মুক্তিযোদ্ধা কর্ণার’ চালু

নিজস্ব প্রতিবেদক: রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুনের উদ্যোগে ’বীর মুক্তিযোদ্ধা কর্ণার’ চালু করা হয়েছে।

রাউজান থানার ওসি কক্ষে এই ’বীর মুক্তিযোদ্ধা কর্ণার’ চালু করা হয়। বীর মুক্তিযোদ্ধাদের সম্মানের কথা বিবেচনা করে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আবদুল্লাহ আল হারুন।

বৃহস্পতিবার (১২ আগস্ট) বেলা ১২ টায় রাউজান থানার ওসি’র অফিসে গিয়ে দেখা গেছে, রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওহাব ও মুক্তিযোদ্ধা সাধান পালিত সেখানে গেলে উনাদের ওই স্থানে বসানো হয়।

এই উদ্যোগটি প্রশংসনীয় বলে মন্তব্য করেন ওই দুই মুক্তিযোদ্ধা। এই সম্মান পেয়ে আবেগাপ্লুত হন তারা।

এই প্রসঙ্গে ওসি আবদুল্লাহ আল হারুন বলেন, যাদের ত্যাগ ও রক্তের বিনিময়ে স্বাধীন রাষ্ট্র পেয়েছি, তাদের সম্মানে আমার এই উদ্যোগ।

এসএএস/এমআই

এই বিভাগের আরও খবর
Loading...