chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চবিতে দরিদ্র শিক্ষার্থীর মাঝে অনুদানের চেক প্রদান

নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আর্থিক অস্বচ্ছল শিক্ষার্থীদের মধ্যে বিতরণের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রেরিত অনুদানের চেক প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ আগস্ট) বেলা ১২ টার দিকে চবি রাজনীতি বিজ্ঞান বিভাগের দু’জন শিক্ষার্থীর কাছে প্রদান করেন চবি উপ-উপাচার্য প্রফেসর বেনু কুমার দে।

এ সময় চবি সমাজ বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী, রাজনীতি বিজ্ঞান বিভাগের সভাপতি প্রফেসর ড. আনোয়ারা বেগম, প্রফেসর ড. মো. এনায়েত উল্যাহ পাটওয়ারী এবং প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

উপ-উপাচার্য প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে অস্বচ্ছল ও দরিদ্র শিক্ষার্থীদের আর্থিক অনুদানের চেক প্রদান করার জন্য প্রধানমন্ত্রীর প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। একইসাথে এ অনুদানের টাকা শিক্ষার্থীদেরকে তাদের শিক্ষাকার্যক্রমে যথাযথভাবে ব্যয় করে নিজেদের শিক্ষা-গবেষণায় অধিকতর মনোযোগী হওয়ার আহবান জানান।

এসএএস/এনএনআর

এই বিভাগের আরও খবর
Loading...