chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

পর্যটন ও বিনোদন কেন্দ্র খুলছে ১৯ আগস্ট

ডেস্ক নিউজ: দীর্ঘ দিন বন্ধ রয়েছে দেশের পর্যটন ও বিনোদন কেন্দ্রগুলো। আগামী ১৯ আগস্ট খোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বৃহস্পতিবার(১২ আগষ্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, সড়ক নৌ ও রেলপথে স্বাস্থ্যবিধি মেনে শতভাগ গণপরিবহণ চলাচল করতে পারবে। পর্যটন, বিনোদন ও কমিউনিটি সেন্টারে আসন সংখ্যার ৫০ ভাগ ব্যবহার করে চালু করা যাবে।

এর আগে সর্বাত্মক লকডাউন তুলে নিয়ে ১১ আগস্ট থেকে আসনের সমান যাত্রী নিয়ে অর্ধেক গণপরিবহণ চালুর সিদ্ধান্ত জানায় সরকার। খুলে দেওয়া হয় অফিস-আদালত, দোকানপাট ও বিপণি বিতান।

আজ পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র খোলার অনুমতি দিল সরকার।

তবে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে কোনো ঘোষণা সরকারের পক্ষ থেকে কোনো ঘোষণা এখনও আসেনি।

এই বিভাগের আরও খবর