chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

নেইমার আমার জন্য অনেক কিছু করেছে: মেসি

খেলা ডেস্ক: বার্সেলোনা ছেড়ে বন্ধু নেইমারের দল পিএসজিতে যোগ দিয়েছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি। পিএসজিতে যোগদানের ক্ষেত্রেও নেইমারের অবদান ছিল বলে জানিয়েছেন মেসি।

প্যারিসের পার্ক ডি প্রিন্সেসে পিএসজি প্রেসিডেন্ট নাসের আল খেলাইফির সঙ্গে বসে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বসে মেসি অকপটে স্বীকার করেন, ‘আমার সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে নেইমার অনেক বড় ভূমিকা রেখেছিল। সে আমার জন্য অনেক কিছু করেছে।’

আগের দিনই মেসিকে স্বাগত জানিয়ে রেখেছিলেন নেইমার। আজ সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে অবধারিতভাবেই বন্ধুর অবদানকে ভুললেন না মেসি। স্বীকার করে নেয়ার পাশাপাশি তিনি এটাও জানান, পিএসজিতে তার নিজের এবং নেইমারের লক্ষ্য হচ্ছে এক। সুতরাং দু’জন একসঙ্গে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বিষয়টা অনেক বড় ভূমিকা রাখবে বলে মনে করেন মেসি।

মেসি বলেন, ‘আমাদের দুজনেরই লক্ষ্য এক। যখন আমরা একসঙ্গে ছিলাম না, তখনও দুজনের লক্ষ্য একই ছিল (চ্যাম্পিয়ন্স লিগ জয়)। এখন তো আমরা একসঙ্গে। নেইমার এবং দলের অন্যদের সঙ্গে খেলবো। আমার বিশ্বাস, এবার এটাকে (লক্ষ্য পূরণ তথা চ্যাম্পিয়ন্স লিগ জয়) আমরা সম্ভব করে তুলবো।’

এমআই/চখ

এই বিভাগের আরও খবর
Loading...