chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রাম থেকে সারাদেশে ১২ জোড়া ট্রেন চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক : বিধিনিষেধ শিথিল হওয়ায় চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন প্রান্তে ট্রেন চলাচল শুরু হয়েছে। স্বাভাবিক ভাড়ায় আসন অনুযায়ী যাত্রী নিয়ে আজ চলছে ১২ জোড়া ট্রেন। তবে, স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে এখনও আগের মতোই নির্দেশনা জারি রয়েছে।

বুধবার (১১ আগস্ট) চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের প্লাটফর্ম ঘুরে দেখা যায় আগের নিয়মেই চলাচল শুরু করেছে ট্রেন। কুরবানীর ঈদের পর আজই প্রথম ট্রেন চলাচল শুরু হয়েছে। বর্ধিত ভাড়ার নিয়ম তুলে নেওয়ায় যাত্রীদের মাঝেও দেখা গিয়েছে সন্তুষ্টি।

সুবর্ণ এক্সপ্রেসের যাত্রী আফজাল হোসেন বলেন, ‘লকডাউনে ব্যবসায়িক কাজ আটকে ছিলো, ঢাকায় যেতে পারছিলাম না। এখন যেতে পারছি , আর ভাড়াও আগের মতোই, এই কারণে একটু ভালো লাগছে।’

টিকেট কাউন্টারে অপেক্ষায় থাকা সজল আমাদের বলেন, ‘টিকেট কিনতে আসছি, ট্রেন চলাচল শুরু করায় এখন বাড়িতে যাওয়ার সুযোগ পাচ্ছি।’

ট্রেন চলাচল শুরু করায় স্টেশনে কর্মরত কুলি আবুল হোসেন বলেন, ‘ট্রেন না চললে আয়-রোজগার থাকেনা। তখন পান-সিগারেট বিক্রি করে অনেকে, আমি চালাই রিক্সা। যে কাজে অভুস্ত সেটা করতে পারলেই তো ভালো লাগে। আজকে সকাল থেকে কুলির কাজ করছি, এটাই ভালো আমাদের জন্য।’

চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ম্যানেজার রতন কুমার চট্টলার খবরকে বলেন, ’১২ জোড়া ট্রেন চলাচল শুরু করেছে। স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে আমরা সর্বদা তদারকি করছি। মাস্ক পরিধান ছাড়া কেউ ট্রেনে চড়তে পারবেনা এবং যাত্রীরা যাতে সামাজিক দুরত্ব বজায় রাখে সেদিকেও নজর রাখছি। বর্তমানে টিকেট কাউন্টারে ভীড় কম, তাই অর্ধেক টিকেট অনলাইনে আর বাকি অর্ধেক স্টেশনে বিক্রি হচ্ছে।’

ইনি/চখ/এনএনআর

এই বিভাগের আরও খবর