chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

অটোপাস নয়, সংক্ষিপ্ত আকারে হতে পারে পিইসি পরীক্ষা

ডেস্ক নিউজ: অটোপাস না দিয়ে সংক্ষিপ্ত আকারে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা নিয়ে পিইসির সনদপত্র দিতে চায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। 

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন গণমাধ্যমকে জানান, অটো পাস প্রদানে সমাজে নেতিবাচক প্রভাব পড়ে। আপাতত তাই পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের অটোপাশ দিতে চাইছিনা আমরা।‘
তিনি আরও জানান, সেপ্টেম্বর মাসের শুরু থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার লক্ষ্যমাত্রা নিয়ে নানান ধরণের প্রস্তুতি শুরু করেছি। দেশের সব বিদ্যালয় নতুন করে পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজ শুরু হয়েছে।
যদি আগামী মাসের শুরুর দিকে বিদ্যালয় খোলার সম্ভব হয় তাহলে একদিন করে প্রথম শ্রেণি থেকে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস নেয়া হবে। সপ্তাহে দুইদিন শ্রেণি ক্লাসে পাঠদান করানো হবে চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের। একটি সংক্ষিপ্ত সিলেবাস পড়িয়ে তার ওপর ক্লাসে পরীক্ষা নেয়া হবে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের । সেটির ওপর মূল্যায়ন করে ফলাফল দেয়া হবে।

ইনি/চখ

এই বিভাগের আরও খবর