chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সাকিবের বিশ্বরেকর্ড

খেলা ডেস্ক: আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০ উইকেট পাওয়ার নতুন ইতিহাস সৃষ্টি করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। প্রথম ক্রিকেটার হিসেবে এক হাজার রান করার পাশাপাশি ১০০ উইকেট নেয়ার কীর্তি গড়লেন দেশসেরা এই অলরাউন্ডার।

সোমবার (৯ আগস্ট) মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে চার উইকেট শিকার করে এই মাইলফলক স্পর্শ করলেন তিনি। ৪টি উইকেট নিজের ঝুলিতে রাখতে এদিন তার মাত্র ৯ রান খরচ হয়েছে।

এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে চতুর্থ ম্যাচটি খুবই বাজে গেছে এই অলরাউন্ডারের। পরের ম্যাচেই গড়লেন বিশ্বরেকর্ড।

সিরিজের শেষ ম্যাচে নিজের প্রথম ওভারে এসেই অস্ট্রেলিয়ান অধিনায়ক ম্যাথু ওয়েডকে বোল্ড করেন সাকিব। টি-টোয়েন্টি ক্রিকেটে এটি তার ৯৯তম উইকেট ছিল।

পরের ওভারে এসেই শিকার করেন অ্যাস্টন টার্নারকে। মাহমুদউল্লাহ রিয়াদ টার্নারের ক্যাচটি লুফে নেওয়ার সাথে সাকিবের নামের পাশে লেখা হয়ে যায় বিশ্বরেকর্ড। টার্নার ছিল সাকিবের ১০০তম উইকেট।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে উইকেটের সেঞ্চুরি রয়েছে শুধুমাত্র একজনের। তিনি হলেন শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা। সাবেক এই পেইসারের ঝুলিতে রয়েছে ১০৭টি উইকেট। তবে অলরাউন্ডিং নৈপুণ্যে টি-টোয়েন্টিতে সাকিবের আশেপাশে কেউ নেই।

টি-টোয়েন্টিতে ব্যাট হাতে সাকিবের সংগ্রহ মোট ১৭১৮ রান এবং ১০২টি উইকেট।

আরএস/এমআই

এই বিভাগের আরও খবর