chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বুধবার থেকে স্বাভাবিক নিয়মে চলবে ব্যাংক

ডেস্ক নিউজ: লকডাউন শিথিল হওয়ায় বুধবার থেকে স্বাভাবিক নিয়মে ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে। অন্যান্য স্বাভাবিক দিনের মতোই এ সময়ও লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। লেনদেন শেষে ব্যাংক পরবর্তী আনুষঙ্গিক কাজ চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

সোমবার (৮ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন থেকে এ নিয়ে একটি নির্দেশনা জারি করা হয়েছে।

জারিকৃত নির্দেশনায় বলা হয়েছে, বুধবার (১১ আগস্ট) থেকে সকল ব্যাংকে লেনদেন কার্যক্রম পরিচালিত হবে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। লেনদেন-পরবর্তী কার্যক্রম চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

নির্দেশনায় আরও বলা হয়েছে, মহামারির এই সময়ে সকলের নিরাপত্তা নিশ্চিতে সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি সব ক্ষেত্রে মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে এবং স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করতে হবে।

ইনি/চখ/এমআই

এই বিভাগের আরও খবর