chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

হকিতে স্বর্ণ জয় ভারতের

ডেস্ক নিউজ: ৪১ বছর পর হকিতে স্বর্ণ জয় করল ভারত। বৃহস্পতিবার শ্বাসরুদ্ধকর এক লড়াইয়ে জার্মানিকে ৫-৪ গোলে হারিয়ে ব্রোঞ্জ জিতেছে ভারত

ম্যাচে যদিও ০-১ গোলে পিছিয়ে প্রথম কোয়ার্টার শেষ করে ভারত। কিন্তু দ্বিতীয় কোয়ার্টারের শুরুতেই সিমরনজিৎ গোল করে সমতায় ফেরান। লড়াইয়ে ফেরে ভারত।

দ্বিতীয় কোয়ার্টারে চলেছে গোল দেওয়া আর শোধের দুর্দান্ত লড়াই। জার্মানি পর পর দুই গোলে ৩-১ গোলে লিড নেয়। কিন্তু ভেঙে পড়েননি ভারতীয় খেলোয়াড়রা। দুই গোলই শোধ করে ফের লড়াইয়ে ফিরে আসেন। ৩-৩ সমতায় শেষ হয় দ্বিতীয় কোয়ার্টার।

তৃতীয় কোয়ার্টারের শুরুতেই পেনাল্টি পেয়ে লিড পায় ভারত। পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন রূপিন্দর পাল সিংহ।

এর কিছুক্ষণের মধ্যেই সেই লিড বাড়িয়ে নেয় তারা। ৫-৩ গোলে এগিয়ে গিয়ে ব্রোঞ্জ পদকের রঙ দেখতে শুরু করে ভারত।

চতুর্থ কোয়ার্টারে সমতায় ফিরতে প্রাণপণ চেষ্ট করে জার্মানি। গোলরক্ষককে বসিয়ে একজন বাড়তি ফিল্ড খেলোয়াড়কে নিয়ে এসেও চেষ্টা করে তারা। একের পর এক পেনাল্টি কর্নার আটকে দেয় তারা।কিন্তু ভারতের রক্ষণকে ভাঙতে পারেনি তারা। ফলে ৫-৩ গোলে জয়লাভ করে টোকিও অলিম্পিকের ব্রোঞ্জ নিজেদের করে নেয় ভারত।

এই বিভাগের আরও খবর