chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

‘আঠারো বছরোর্ধ্ব প্রত্যেকেই টিকা গ্রহণে নিবন্ধিত হওয়ার সুযোগ পাবেন’

নিজস্ব প্রতিবেদক: আগামী ৭ আগস্ট স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী ৬ দিনব্যাপী মর্ডানা (কোভিড-১৯) টিকাদান কার্যক্রম রাহাত্তারপুলস্থ মজিদিয়া আলিম মাদ্রাসা কবরস্থান সংলগ্ন চত্বরে স্থাপিত বুথ থেকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী।

বুধবার (৪ আগস্ট) পাহাড়তলী ওয়ার্ড কার্যালয়ে টিকা গ্রহণকারীদের নিবন্ধন কার্যক্রম পরিদর্শনকালে মেয়র এ তথ্য জানান।

রেজাউল বলেন, আঠার বছরোর্ধ্ব প্রত্যেকেই টিকা গ্রহণে নিবন্ধিত হওয়ার সুযোগ পাবেন। যাতে প্রত্যেকেই টিকা গ্রহণে নিবন্ধিত হন সে ব্যাপারে চসিক সচেষ্ট। নিবন্ধনকৃতরা যে কেন্দ্র বা বুথে টিকার প্রথম ডোজ নেবেন দ্বিতীয় ডোজও সেখান থেকে নেয়া বাধ্যতামূলক।

পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিলর মো. ওয়াসিম উদ্দিন চৌধুরীর তত্ত্বাবধানে নিবন্ধন কার্যক্রমে উপস্থিত ছিলেন মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, মো. আবদুল মালেক, সাদেক হোসেন, খালেদ মোশাররফ হোসেন, জাবেদ খান, আওলাদ হোসেন, সৌমেন বড়ুয়া, মো. সাঈদ আবদুল্লাহ প্রমুখ।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর