chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বঙ্গোপসাগরে ফিশিং বাটের ইঞ্জিন বিকল, ১৭ জেলেকে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : বঙ্গোপসাগরে তিন দিন ধরে ভাসমান অবস্থায় একটি ফিশিং বোট থেকে ১৭ জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী।

গত মঙ্গলবার (০৩ আগস্ট) মধ্যরাতে নৌবাহিনী জাহাজ অনুসন্ধান কুতুবদিয়া থেকে ৫ মাইল দূরে ভাসমান অবস্থায় ‘তামান্না মুন্সী-৪’ নামের ফিশিং বোটটি জেলেসহ উদ্ধার করে।

গত ১ আগস্ট ১৭ জন জেলেসহ ফিশিং বোটটি মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে গমন করে। পথিমধ্যে বোটটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে এবং ভাসমান অবস্থায় গত তিন দিন সমুদ্রে অবস্থান করে। পরবর্তীতে বোটের মাস্টার জাতীয় জরুরী সেবা নাম্বার ৯৯৯ এ ফোন করে জানায়। জরুরী সেবা থেকে নৌবাহিনীকে জানানো হলে সমুদ্রে টহল কাজে নিয়োজিত থাকা নৌবাহিনী জাহাজ অনুসন্ধান দ্রুততার সাথে ঘটনাস্থলে পৌঁছে বোটসহ জেলেদের উদ্ধার করে।

জাহাজের নৌ সদস্যরা উদ্ধারকৃত জেলেদের জরুরী ভিত্তিতে প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনীয় খাদ্য ও পানি সরবরাহ করে।
আজ বুধবার (০৪ আগস্ট) সকালে উদ্ধারকৃত জেলেদের বোটের মালিকের নিকট হস্তান্তর করা হয়।
এসএএস/নচ

এই বিভাগের আরও খবর