chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

প্রধানমন্ত্রীর নেতৃত্বে করোনা মোকাবেলায় বহুদূর এগিয়েছি: নাছির

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে করোনা চ্যালেঞ্জ মোকাবেলায় দেশ বহুদূর এগিয়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে করোনা চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা বহুদূর এগিয়ে গেছি। সব শ্রেণি-পেশার মানুষকে টিকার আওতায় আনা হচ্ছে।

আজ রোববার (১ আগস্ট) কাট্টলী সিডিএ ১ নম্বর এলাকায় আকবর শাহ থানা ও উত্তর পাহাড়তলী থানা শ্রমিক লীগের উদ্যোগে জনসাধারণের মধ্যে খাবার বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

প্রধান বক্তার বক্তব্যে আ জ ম নাছির বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে করোনা চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা বহুদূর এগিয়ে গেছি। সব শ্রেণি-পেশার মানুষকে টিকার আওতায় আনা হচ্ছে।

তিনি বলেন, এখন টিকা প্রাপ্তির বয়সসীমা ২৫ বছর নির্ধারণ করেছে সরকার। আস্তে আস্তে সব বয়সের মানুষকেই করোনা টিকার আওতায় নিয়ে আসার পরিকল্পনা করেছে সরকার।

‘এজন্য সরকার দেশেই টিকা তৈরির প্রস্তুতি নিচ্ছে। দ্রুত সময়ের মধ্যে এ উদ্যোগ বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে সরকার।’

জাতীয় শ্রমিক লীগ আকবর শাহ থানা শাখার সভাপতি রবিউল ইসলাম জাহাঙ্গীরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাকসেদ আলী হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠানে জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শফর আলী, উত্তর কাট্টলী ওয়ার্ড কাউন্সিলর নিছার উদ্দিন আহমেদ মঞ্জু, নগর শ্রমিক লীগ সহ-সভাপতি কামাল উদ্দিন, জাতীয় শ্রমিক লীগ পাহাড়তলী ফৌজদারহাট শিল্পাঞ্চল সভাপতি শফি বাঙ্গালী, আকবর শাহ থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লোকমান আলী ইউসুফ, চট্টগ্রাম বেসিক ইউনিয়ন সমন্বয় পরিষদের যুগ্ম আহ্বায়ক আলমগীর, সদস্যসচিব উজ্জ্বল বিশ্বাস, আকবর শাহ থানা আওয়ামী লীগ নেতা তাজুল ইসলাম, মো. মাঈনুদ্দিন প্রমুখ বক্তব্য দেন।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর