chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

জুলাই : চট্টগ্রামে দৈনিক করোনাক্রান্ত ৭৪৯ জন, গড়ে ১১ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : জুলাই মাসে সারা দেশের করোনা পরিস্থিতি সবচেয়ে ‘ভয়াবহ’ ছিল। চট্টগ্রামে ভাইরাসটিতে সবচেয়ে বেশি সংক্রমণ-মৃত্যুও হয়েছে এ মাসেই।

চট্টগ্রাম জেলা সিভিল কার্যালয়ের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, জুলাই মাসের প্রায় প্রতিদিনই আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় নতুন নতুন রেকর্ড হয়েছে। মাস শেষে হিসাব করে দেখা গেছে, জুলাইয়ে চট্টগ্রামে মোট ২৩ হাজার ২৩৫ জনের করোনা শনাক্ত হয়।

আর জুলাই মাসে ভাইরাসটিতে মৃত্যু হয়েছে ২৬১ জনের। অর্থাৎ মাসটিতে জেলায় প্রতিদিন গড়ে প্রায় ৭৪৯ জন আক্রান্ত এবং ১১ জন করে মারা গেছেন।

চট্টগ্রামে এক দিনে শনাক্ত ৯৭৩ : চট্টগ্রামে গত শনিবার সকাল থেকে রবিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৯৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১১ জন।

রবিবার (০১ আগস্ট) চট্টগ্রামের সিভির সার্জন ডা. সসেখ ফজলে রাব্বি এ তথ্য নিশ্চিত করেন।

প্রসঙ্গত, চট্টগ্রামে গেল বছরের ৩ এপ্রিল প্রথম করােনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু হয়।

এসএএস/নচ

এই বিভাগের আরও খবর