chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বাইরে ঘুরাঘুরি- নগরীতে ১৩ পথচারীকে চসিকের জরিমানা

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে আজ শনিবার নগরীর বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌসের নেতৃত্বে নগরীর জুবিলী রোড, এনায়েত বাজার মোমিন রোড, জামালখান, চট্টগ্রাম কলেজ রোড, চকবাজার, কাতালগঞ্জ, পাঁচলাইশ মোড়, সুগন্ধা আবাসিক এলাকা, ওআর নিজাম রোড, কে বি ফজলুল কাদের রোড এলাকায় করোনা ভাইরাস জনিত রোগের বিস্তার রোধে সরকারি স্বাস্থ্যবিধি অমান্য করায় ১৩ ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ১ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে ম্যজিস্ট্রেট পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করেন এবং নগরবাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা প্রদান করে। অভিযানে ম্যাজিস্ট্রেটগণকে সহায়তা করেন সিটি কর্পোরেশনের সংশি¬ষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদস্য বৃন্দ।

এসএএস/এএমএস/চখ

এই বিভাগের আরও খবর