chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ভারী বর্ষণ: চবিতে পাহাড় ধস, ভেঙে পড়ল বৈদ্যুতিক খুঁটি

নিজস্ব প্রতিবেদক : ভারী বর্ষণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কাটা পাহাড় সংলগ্ন রাস্তায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। বন্ধ রাখা হয়েছে কাটা পাহাড় সড়ক।

বৃহস্পতিবার (২৯ জুলাই) রাতে এই পাহাড় ধসের ঘটনা ঘটে।

টানা তিন দিনের ভারী বর্ষণে পাহাড় ধস, গাছ ও বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, টানা বৃষ্টিতে পাহাড় ধসে কাটা পাহাড় রাস্তার উপরে চলে এসেছে।

এছাড়া ৩টি বৈদ্যুতিক খুঁটি ভেঙে গেছে, আরও ২টি হেলে পড়েছে। পাহাড় ধসের কারণে একটি গাছ ক্ষতিগ্রস্থ হয়েছে।
তিনি বলেন, আমরা খুঁটি মেরামত ও নতুন খুঁটি লাগানোর ব্যবস্থা করেছি। কাটা পাহাড়া রাস্তা এখন বন্ধ আছে। রাস্তা থেকে পাহড়ের মাটি ও গাছ সরিয়ে এটিকে দ্রুত চলাচল উপযোগী করার ব্যবস্থা করা হচ্ছে।

এসএএস/এএমএস/চখ

এই বিভাগের আরও খবর